ইভিএমে ১টি ভোটও নষ্ট হওয়ার কোন সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ইভিএমে ১টি ভোটও নষ্ট হওয়ার কোন সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন।
সোমবার সকাল ৯টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ নম্বর বুথে তিনি ইভিএমের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমি প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলাম। খুবই সুন্দর একটা পদ্ধতি এবং একবারেই সময় নষ্ট হচ্ছে না। ঝামেলাও কম। এখানে ভোট নষ্ট হওয়ার কোন সুযোগ নেই। ভোট শেষে খুব দ্রুতই ফলাফলটা পাওয়া যায়। সবাই খুব দ্রুত ভোট দিচ্ছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময় ১৯৯৬ সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়েছে। গত ১২ বছরে এই পৌরসভার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা অবিস্মরণীয়। শেখ হাসিনার আমলে এই অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় জনগণ আওয়ামী লীগের প্রার্থী আসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করবেন।
উল্লেখ্য, নির্বাচনে মেয়র পদে লড়ছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে মো. আসলাম, স্বতন্ত্র প্রার্থী (নারকেল গাছ) প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান দুলাল, স্বতন্ত্র প্রার্থী (জগ) প্রতীক নিয়ে মো. নাহিদ বাসার চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী (হাতুড়ি) প্রতীক নিয়ে কমরেড রশিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোবইল (প্রতীক) নিয়ে নাজমুন নাহার মুক্তি।
ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিজাইডিং অফিসার নাহিদ হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের আগ্রহ নিয়ে ভোট প্রদান করতে দেখা গেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফ আফজাল জানান, ৫নং ওয়ার্ডের ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমন্ত্রী সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
- ময়মনসিংহে ছয় পুলিশসহ আহত ২৬ঃ ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ
- ইভিএমে ১টি ভোটও নষ্ট হওয়ার কোন সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী
- অন্য জেলার কোনো বাস ঢাকায় প্রবেশ করছে না
- পাটুয়াভাঙ্গা ইউপি থেকে নৌকার মনোনয়ন দৌড়ে এগিয়ে জাহাঙ্গীর আলম
- আজ থেকে ঢাকা-গাজীপুর রুটে চালু হয়েছে ৩ বিশেষ ট্রেন
- বক্তা ত্ব-হাকে খোঁজতে মাঠে নেমেছে ডিবি
- স্বামীকে পেতে ‘মা’ ডেকে প্রধানমন্ত্রীকে ত্ব-হার স্ত্রীর চিঠি
- একটি সুস্থ জাতি গঠনে প্রথমে প্রয়োজন মাদকমুক্ত সমাজ: তথ্যমন্ত্রী
- সন্তানকে কাছে পেতে এবার ভারতীয় নারীর আইনি লড়াই
- নুরুলসহ চারজনকে ধর্ষণ মামলা থেকে অব্যাহতির আবেদন পুলিশের