ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ মার্চ ২০২২’ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের পর স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। তাঁর শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৩২ নম্বর।
পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের এ দিনে এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন—‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এ দেশের মানুষকে স্বাধীনতার প্রস্তুতি গ্রহণ করতে উজ্জীবিত করে। দীর্ঘদিনের পরাধীনতার গ্লানি, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে জ্বলে ওঠার মন্ত্র হিসেবে কাজ করে। ভাষণে উদ্দীপ্ত হয়ে আপামর জনগণ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করে।
- প্রবল বৃষ্টির প্রভাবে ভূমিধসের শঙ্কা
- চুরি যাওয়া ফোন নিয়ে আমার কোনো শঙ্কা নেয়ঃ পরিকল্পনামন্ত্রী
- ঢাকার বিভিন্ন ক্লাবে অপকর্ম, জুয়া ও মদ নিয়ে উত্তপ্ত সংসদ
- আরও ৫৩৩৪০ পরিবার পাচ্ছে ভূমিসহ ঘর
- পররাষ্টমন্ত্রী উদ্বোধন করলেন জাতিসংঘে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’
- বিনামূল্যে বই বিতরণে বিশ্বের রোল মডেল বাংলাদেশ
- ক্ষমতা দিয়ে বিলাসিতা নয়, তা দিয়ে মানুষের সেবা করোনঃ প্রধানমন্ত্রী
- এসএসএফ কে করতে হবে আরো শক্তিশালীঃ প্রধানমন্ত্রী
- পীর ফজলুর বলেন অর্থমন্ত্রী তো জানেন কারা অর্থ পাচার করে
- দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে এডিবির অর্থ সহায়তা