ঢাবিতে ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে শিক্ষাকার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহও সেদিন যথারীতি খোলা থাকবে। এর আগে, গত ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রুয়ারি থেকে নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর কথা জানানো হয়।
বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারঘোষিত বন্ধের আগে বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের শিক্ষার্থীরা সশরীরে শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছিলেন। অনুষদভেদে ক্লাস শুরুর দিন ভিন্ন হলেও সরকারঘোষিত বন্ধের আগেই সব বিভাগ ক্লাস শুরু করছিল। বর্তমানে অনলাইনে ক্লাস চলছে।
- শিক্ষাপ্রতিষ্ঠান চালু নিয়ে অনিশ্চিয়তা
- অটোপাস পেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ লাখ শিক্ষার্থী
- এসএসসি এইচএসসি পরীক্ষা হবে কিনা তা নিয়ে বললেন
- এসএসসি-এইচএসসি পরীক্ষা বিকল্প পদ্ধতিতে নেয়ার চিন্তা : দীপু মনি
- আবারো স্থগিত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ
- টিকা ও সংক্রমণের ওপর নির্ভর করছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা
- ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে খুলবে বিশ্ববিদ্যালয়
- আবারো ছুটি বাড়ল স্কুল-কলেজে
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পর্যালোচনা বৈঠক আজ
- খুলে দিতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানঃ শিক্ষামন্ত্রী