বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকার বিশেষ কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৭ মার্চ) শুরু হয়ে এ কর্মসূচি চলবে ৩১ মার্চ পর্যন্ত। ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে অবহিতকরণ সভা শেষে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিশেষ এ কর্মসূচির আওতায় প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, আমরা এই সময়ে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দিতে বদ্ধ পরিকর। আশা করছি সেটা পারব।
আরও বলেন, ৮ কোটি ডোজের ওপরে টিকা আমাদের কাছে আছে। ইতিমধ্যে সব মিলিয়ে আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। আরও ৩ কোটি ডোজ দিতে পারলে আমাদের মোট টিকা দেওয়ার সংখ্যা ২৫ কোটি পার করবে। অর্থাৎ, দেশের মোট জনগণের ৭৫ শতাংশ এবং টার্গেটেড জনগোষ্ঠীর প্রায় ৯৫ থেকে ১০০ শতাংশ মানুষ টিকা পাবেন।
জাহিদ মালেক বলেন, দ্বিতীয় ডোজের ৬ মাস পরে বুস্টার দেওয়ার হচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৬ মাস নয়, ৪ মাসেই বুস্টার দেওয়া যাবে। কাজেই যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাসের বেশি হয়ে গেছে তারা বুস্টার ডোজ নিতে পারবেন।
- চট্টগ্রামে বেড়েছে করোনা শনাক্তের হার
- খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু
- স্বাস্থ্যবিধি না মানার অপরাধে প্রথম দিনেই ১৭ জনের কারাদণ্ড
- করোনার পাশাপাশি ওত পেতে আছে ডেঙ্গু
- রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু
- আগস্টে আসছে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা
- ২৬ হাজার ছাড়াল করোনায় মৃত্যু
- আরও ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে, ঢাকারই ২২১ জন
- একদিনে আরও ১৪ জনের মৃত্যু খুলনার চার হাসপাতালে
- এক দিনে দেশে ডেঙ্গু শনাক্তে রেকর্ড